Site icon Jamuna Television

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কেন্টাকি, ৬ শিশুসহ নিহত অন্তত ১৬

ভয়াবহ বন্যায় ডুবে গেছে কেন্টাকির অধিকাংশ পথঘাট।

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় শিশুসহ অন্তত ১৬ জনের। প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর।

জানা গেছে, রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ডুবে গেছে কেন্টাকির বেশিরভাগ রাস্তাঘাট। পানি ঢুকে পড়েছে শত শত বাড়িঘরেও।কোনো কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন ২৩ হাজারের বেশি মানুষ।

এরই মধ্যে, দুর্গতদের উদ্ধারে শতাধিক নৌকা নিয়ে কাজ করছে জরুরি বিভাগের বেশ কয়েকটি টিম। হেলিকপ্টার নিয়েও চলছে অভিযান। কেন্টাকির বন্যাকে ‘বড় বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উদ্ধার তৎপরতায় কেন্দ্রের তরফ থেকে সহায়তার নির্দেশও দিয়েছেন তিনি।

/এসএইচ

Exit mobile version