Site icon Jamuna Television

ইরানে আকস্মিক বন্যায় ৫৩ জনের মৃত্যু

তেহরান টাইমস থেকে সংগৃহীত ছবি।

ইরানে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ ১৬ জনেরও বেশি। খবর রয়টার্সের।

শনিবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শুক্রবারের ভারী বর্ষণে ইরানের ৩১টি প্রদেশের ১৮টিতেই আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এসব প্রদেশের অনেক শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। তাদের খুঁজতে অভিযান শুরু করছে উদ্ধারকারীরা।

নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে দেশটির রাজধানী তেহরানের উত্তর-পূর্বে আলবুর্জ পর্বতমালার পাদদেশে ফিরোজকুহ এলাকায়। ওই এলাকায় এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এর আগে গত শনিবার (২৩ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যুবরণ করে।

/এসএইচ

Exit mobile version