Site icon Jamuna Television

তুরস্কে ছড়িয়েছে ভয়াবহ দাবানল

তুরস্কের মুগলা প্রদেশে ছড়িয়েছে ভয়াবহ দাবানল। শুক্রবার(২৯ জুলাই) জনপ্রিয় রিসোর্ট শহর মারমারিসের আবাসিক এলাকায় ছড়ায় আগুন। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

এদিন শহরের একটি বহুতল হোটেলে আগুন লেগে যায়। এতে পুড়ে গেছে ভবনের বেশ কিছু অংশ। আগুন লাগার পর পরই নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পাঁচটি হেলিকপ্টার ও স্থলযান নিয়ে চালায় অভিযান। বনভূমির দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে অতিরিক্ত তাপমাত্রা এবং শুষ্ক বাতাসের প্রভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।

গত বছরের গ্রীষ্মকালেও দাবানল ছড়িয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মারমারিস শহর। সরকারি হিসাব অনুযায়ী, গেল দশ বছরে দেশটিতে পুড়ে গেছে ২ লাখ ২৬ হাজার হেক্টরের বেশি বনভূমি। যার ৬১ শতাংশ পুড়েছে ২০২১ সালে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলটি দাবানল প্রবণ হয়ে উঠেছে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

এটিএম/

Exit mobile version