Site icon Jamuna Television

হিটলারের ঘড়ি বিক্রি হলো ১১ লাখ ডলারে

১১ লাখ ডলারে বিক্রি হয়েছে অ্যাডলফ হিটলারের একটি ঘড়ি। মার্কিন যুক্তরাষ্ট্রে জার্মানির এ নাৎসি নেতার ঘড়ির নিলাম ডাকা হয়। খবর বিবিসির।

হুবার টাইমপিস ব্র্যান্ডের ঘড়িটি নিলামে কেনেন অজ্ঞাত এক ব্যক্তি। যদিও যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আলেকজান্ডারে নিলামে ঘড়িটি বিক্রি করার আগে ইহুদি নেতারা নিন্দা জানান।

বিক্রি হওয়া ঘড়িটির পণ্য ক্যাটালগে বলা হয়েছে, এটি সম্ভবত ১৯৩৩ সালে হিটলারকে জন্মদিনের উপহার হিসেবে দেয়া হয়েছিল। তিনি তখন জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন।

১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির নেতৃত্বে ছিলেন নাৎসি নেতা অ্যাডলফ হিটলার। ধারণা করা হয়, তিনি প্রায় ১ কোটি ১০ লাখ মানুষকে হত্যা করেছিলেন। যাদের মধ্যে ইহুদি হওয়ার কারণে ৬০ লাখ মানুষকে হত্যা করা হয়।

/এমএন

Exit mobile version