
পরিচালক যা করতে বলছিলেন তা করতে পারছিলেন না কপিল। বরং বারবার উল্টো কাজ করছিলেন তিনি। আর তাতেই বেজায় রেগে যান গাদার ছবির পরিচালক তিনু বর্মা। দিয়ে বসেন কপিলের গালে এক চড়! খবর আনন্দবাজার পত্রিকার।
ঘটনাটি আজকের নয়, ২০০১ সালে মুক্তি পায় সানি দেওল ও আমিশা পাটেল অভিনীত গাদার এক প্রেম কাথা ছবিটি। সেসময় বলিউডে তুমুল জনপ্রিয়তা পায় গাদার।
সেসময় ছবিতে সানি আমিশা ছাড়াও অভিনয় করছিলেন কপিল শর্মা। মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে গাদার ছবির পরিচালক তিনু বর্মা বলেন, ঘটনার দিন ছবির শ্যুট চলছিল জনবহুল একটি জায়গায়। ট্রেনের পেছনে ছুটছেন একদল লোক এবং সঙ্গে ছুটতে হবে কপিলকেও। কিন্তু কপিল ট্রেনের দিকে না দৌড়ে বারবার উল্টো দিকে দৌড়াচ্ছিলেন। পরিচালক বেশ কয়েকবার সতর্কও করেছিলেন। কিন্তু কপিল তা না শুনে বারবার একই কাজ করছিলেন। আর তাতেই বাধে বিপত্তি। পরিচালক রেগে গিয়ে কপিলের কলার টেনে ধরে বসিয়ে দেন এক চড়। এছাড়া বাদ দিয়ে দেন ছবি থেকে।
এ ঘটনা যে সত্যি ঘটেছিল তা নিজেও স্বীকার করেছেন কপিল একদিন এক শোতে এসে। বলিউডে তুমুল সফলতা পাওয়ার পর গাদার-২ বানানোর ঘোষণাও দিয়েছেন পরিচালক। কিন্তু এরই মাঝে চলে গেছে অনেকগুলো বছর। কপিল নিজেকে কৌতুক-সঞ্চালক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবু আজও ভোলেননি তার ব্যর্থতার পুরনো ইতিহাস।
এটিএম/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply