Site icon Jamuna Television

বিএনপি সবসময় পাকিস্তান প্রেমী: আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি।

বিএনপি সবসময় পাকিস্তান প্রেমী; এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (৩০ জুলাই) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই মুক্তিযোদ্ধার সন্তানদের ৭১’র অপশক্তিদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, মুক্তিযোদ্ধার সন্তানরা ৭১’র অপশক্তিদের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। আর যাতে দেশবিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বিএনপি মহাসচিব দাবি করেন খালেজা জিয়া নারী মুক্তিযোদ্ধা। অথচ খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় স্বেচ্ছায় ক্যান্টনমেন্টে আনন্দ ফুর্তিতে দিন কাটিয়েছেন। আর শিশু মুক্তিযোদ্ধা নাকি তারেক জিয়া! এসব শুনলে সবার হাসি পায়। এসব কেন বলা কয়, আমাদের মুক্তিযুদ্ধকে খাঁটো করার জন্য!

আরও পড়ুন: ‘সরকার যেভাবে লুটপাট করছে, তা ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না’

/এম ই

Exit mobile version