Site icon Jamuna Television

ভুল করে ইঁদুর মারার বিষ মেশানো নুডুলস খেয়ে মহারাষ্ট্রে নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ইঁদুর মারার বিষ মেশানো নুডুলসের টমেটো খেয়ে ভারতে এক নারীর মৃত্যু হয়েছে। ইঁদুর মারার জন্য ওই টমেটোতে বিষ মিশিয়ে ছিলেন ওই নারী। ২০ জুলাই বিষ মেশানো সেই নুডুলস খান তিনি। এরপর হাসপাতালে ভর্তি হন ওই নারী।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভুলবশত বিষ মেশানো সেই নুডুলস খান ২৭ বছরের ওই নারী। এ ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের মালাদের (পশ্চিম) পাস্কাল ওয়াদিতে। মৃত্যু হওয়া নারীর নাম রেখা নিষাদ।

মৃত্যুর আগে রেখা তার জবানবন্দিতে পুলিশকে বলেছেন, তিনি ইঁদুর মারার জন্য একটি টমেটোতে বিষ মাখিয়েছিলেন। টিভি দেখার সময় ভুলবশত তার নুডুলসে বিষযুক্ত টমেটো মিশিয়ে দেন তিনি।

ওই নুডুলস খাওয়ার পর রেখার স্বাস্থ্যের অবনতি হয়। পরে তাকে শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বুধবার (২৭ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেখা। এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা সন্দেহজনক কিছু খুঁজে পাইনি। আমরা দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছি।

/এনএএস

Exit mobile version