Site icon Jamuna Television

এক রাতে গায়েব হয়ে গেলো গোরস্থানের ১৮টি কঙ্কাল

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী গোরস্তানের প্রায় ১৮টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে দুবৃত্তরা কবর খুঁড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। শনিবার (৩০ জুলাই) সকালে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে মানুষের ঢল নামে।

স্থানীয়রা জানায়, রাতে পীরডাঙ্গী গোরস্তানের পুরাতন কবর কে বা কারা খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছেন। যাওয়ার সময় তারা তাদের পরিহিত কিছু কাপড় গোরস্তানে ফেলে গেছেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, প্রায় ১৮টি পুরাতন কবরের মাটি খোঁড়া ও ঢাকা দেয়া অবস্থায় দেখো গেছে। এখন পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

/এনএএস

Exit mobile version