Site icon Jamuna Television

সম্পূর্ণ সুস্থ হয়েছেন ভারতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত ব্যক্তি

ছবি: সংগৃহীত।

মাঙ্কিপক্স যে ভয়াবহ প্রাণঘাতি কোনো রোগ নয় তা প্রথম থেকেই বলে এসেছেন বিশেষজ্ঞরা। এবার সে কথাই মনে করিয়ে দিলো ভারতের কেরালার এক ব্যক্তি। তিনি দেশটিতে প্রথম এই সংক্রামক রোগে শনাক্ত হয়েছিলেন। এবার এ রোগ থেকে শতভাগ সুস্থ হয়েছেন তিনি। শনিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ। খবর এনডিটিভির।

৩৫ বছর বয়সী ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেই মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন। গত ১৪ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তার নমুনা পাঠানো হয় পুণের গবেষণাগারে। সেখানে রিপোর্ট পজেটিভ আসে তার।

এনিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ বলেন, তিরুঅনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছিল। বর্তমানে পুরোপুরি সুস্থ ওই ব্যক্তি। শনিবারই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানা গেছে। ওই ব্যক্তির পরিবারের সদস্যদের মাঙ্কিপক্স সংক্রান্ত রিপোর্ট নেগেটিভ এসেছে।

এখন পর্যন্ত ভারতে চারজনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজনই কেরালার বাসিন্দা। চতুর্থ সংক্রমিত ব্যক্তি দিল্লির বাসিন্দা। তবে সম্প্রতি তার বিদেশ সফরের কোনো ইতিহাস নেই।

এসজেড/

Exit mobile version