Site icon Jamuna Television

আমার কিছু হলে দায়ী থাকবে নানা পাটেকর ও তার মাফিয়া বন্ধুরা: তনুশ্রী

ছবি: সংগৃহীত।

ভারতে ‘হ্যাশট্যাগ মি টু’ এর ঝড় প্রথম শুরু করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সে সময় বিখ্যাত অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন তিনি। তবে এর ভয়াবহ প্রভাব পড়েছে তার ক্যারিয়ারে। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি তনুশ্রী। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখলেন, আমার কিছু হলে দায়ী থাকবে নানা পাটেকর ও তার মাফিয়া বন্ধুরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে বলা হচ্ছে, নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ করার পর থেকেই বলিউডে তেমন কোনো কাজ পাচ্ছেন না তনুশ্রী। এ নিয়ে বর্তমানে বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, অনেক পরিচালক-প্রযোজক এখনও আমার সাথে কাজ করতে আগ্রহী। এখনও ছবির প্রস্তাব পাচ্ছি, চুক্তিবদ্ধ হচ্ছি। কিন্তু এরপরই পরিচালকরা চুক্তি থেকে সরে যায়। এমনটি প্রতিবারই হচ্ছে। এর পেছনে কাজ করছে নানা পাটেকর এবং তার মাফিয়া বন্ধু রাজ।

শুধু এখানেই শেষ নয়, নিজের সমস্ত হতাশা সোশ্যাল মিডিয়ায় উগরে দিয়েছেন তনুশ্রী। লিখেছেন, আমার যদি কিছু হয়ে যায় তার জন্য অভিনেতা নানা পাটেকর, তার আইনজীবী ও সহযোগী মাফিয়া বন্ধুরা দায়ী থাকবে। ইন্ডাস্ট্রির এই অভিনেতা-পরিচালকদের ছবি বয়কট করুন।

নিজের বর্তমান অবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে সুশান্ত সিং রাজপুতের কথাও উল্লেখ করেন তনুশ্রী। তার ভাষ্য অনুযায়ী, তরুণ অভিনেতা-অভিনেত্রীদের মৃত্যুর পেছনে হাত রয়েছে নানা পাটেকর এবং তার সহযোগীদের।

এসজেড/

Exit mobile version