Site icon Jamuna Television

পাকিস্তান পুলিশের শীর্ষ পদে প্রথম হিন্দু নারী মনীষা রূপেতা

ছবি: সংগৃহীত

পাকিস্তান পুলিশের ডেপুটি সুপার পদে নিয়োগ পেয়েছেন প্রথম কোনো হিন্দু নারী। তার নাম মনীষা রূপেতা।
হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পুরুষ শাসিত সমাজ ও সংস্কৃতিতে, নারীদের জন্য পুলিশ বাহিনীর মতো বিবেচিত পেশায় যোগ দেয়া কঠিন।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের জেকবাবাদে মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন মনীষা। ১৩ বছর বয়সে বাবার অকালমৃত্যুর পর সন্তানদের নিয়ে করাচিতে বসবাস করতে শুরু করেন তার মা। মনীষার তিন বোন চিকিৎসক। ভাইও ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছেন।

ছোটবেলা থেকে ইউনিফর্মপরাদের দেখে অনুপ্রেরণা পেলেও পুলিশের চাকরি করার কথা ভাবেননি তিনি। প্রস্তুতি নিচ্ছিলেন এমবিবিএস প্রবেশিকা পরীক্ষার। কিন্তু ১ নম্বরের জন্য ভর্তি পরীক্ষায় সফল হতে পারেননি। এরপর মনীষা ফিজিক্যাল থেরাপি শেখার চেষ্টা করেন পাশাপাশি সিন্ধু পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশ নেন। পুলিশের চাকরির পরীক্ষায় ৪৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬তম স্থান লাভ করেন মনীষা।

মনীষা বলেন, আমরা পুরুষতান্ত্রিক পরিবেশে বড় হয়েছি। ছোটবেলা থেকে আমাদের বলা হত, পড়াশোনা করলেও পেশা বাছাইয়ের সময় শিক্ষকতা অথবা ডাক্তারিকেই বেছে নিতে হবে। মাত্র ১ নম্বরের জন্য ডাক্তারি ভর্তি পরীক্ষায় চান্স পাইনি।

/এনএএস

Exit mobile version