Site icon Jamuna Television

কমনওয়েলথ গেমস: ভারোত্তলনে পঞ্চম বাংলাদেশের আশিকুর

ইংল্যান্ডে কমনওয়েলথ গেমস ভারত্তোলনে ৫৫ কেজি ওজন শ্রেণিতে ৫ম হয়েছেন বাংলাদেশি আশিকুর রহমান তাজ। এই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মালয়েশিয়ার মোহাম্মদ অনিক।

৯০ কেজি দিয়ে স্নাচ শুরু করেন বাংলাদেশি ওয়েট লিফটার আশিকুর রহমান। তবে ৯৬ কেজিতে সাফল্য পাননি তিনি। আর ক্লিন এন্ড জার্কে আশিক ১১০ কেজি ওয়েট দিয়ে শুরু করেন। ১১৫ কেজি ওয়েট তুলতে পারেননি তিনি। তবে শেষ চেষ্টায় ১১৮ কেজি ওয়েট লিফট করেন।

২১১ স্কোর নিয়ে আসরে ৫ম হন আশিকুর রহমান। স্বর্ণ জিতেছেন মালেশিয়ার মোহাম্মদ অনিক, তার স্কোর ২৪৯। ১ পয়েন্ট কম নিয়ে ভারতের সংকেত মহাদেব হয়েছেন দ্বিতীয়। তৃতীয় হয়েছেন ২২৫ পয়েন্ট অর্জন করা শ্রীলঙ্কান ইসুরু কুমারা।

আরও পড়ুন: ক্লাব সমর্থককে সম্মান জানাতে পেনাল্টি নিতে দিলো এভারটন

জেডআই/

Exit mobile version