Site icon Jamuna Television

চাঁদপুর মহিলা আওয়ামী লীগের সদস্যকে হত্যা

চাঁদপুর মহিলা আওয়ামী লীগের সদস্য এবং গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে তার স্বামী ও স্বামীর দ্বিতীয় স্ত্রীকে।

নিহতের স্বজনরা জানান, শাহীন সুলতানার স্বামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম কিছুদিন আগে গোপনে আরেকটি বিয়ে করেন। বিষয়টি জানাজানির পর থেকে পরিবারে অশান্তি তৈরি হয়। তারই জের ধরে এ হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। ফেন্সীর মাথায় আঘাতের কারণে মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক জহিরুল ইসলামকে।

যমুনা অনলাইন: আরএ

Exit mobile version