Site icon Jamuna Television

ভারতে ইউটিউব দেখে ওয়াইন বানালো কিশোর, চেখে দেখতে গিয়ে হাসপাতালে বন্ধু

প্রতীকী ছবি।

প্রতি দিনের যে কোনও কাজে আটকে গেলেই আমরা ইউটিউবের সাহায্য নিই। সেই ইউটিউব দেখেই বাড়িতে ওয়াইন বানিয়ে বন্ধুকে চেখে দেখাতে গিয়ে ঘটল অঘটন। ওই কিশোরের তৈরি ওয়াইন খেয়ে অসুস্থ হয়ে পড়ে তার বন্ধু। সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়। পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, যে ছাত্রটি ওয়াইন খেয়েছিল তার অবস্থা এখন স্থিতিশীল। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, বাবা-মায়ের আনা আঙুর দিয়েই সে বাড়িতে ওয়াইন তৈরি করে। তবে সে নাকি কোনও রকম স্পিরিট বা অ্যালকোহল তাতে মেশায়নি। ওয়াইনটি তৈরি করে সে বোতলে ঢেলে বোতলটি মাটিতে পুঁতে দেয়, ঠিক যেমনটা ইউটিউব ভিডিওতে দেখানো হয়।

পুলিশ ওই কিশোরের বাড়ি থেকে আনা ওয়াইনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। সেই ওয়াইনে আদৌ কোনও প্রকার অ্যালকোহল ছিল কি না তা যাচাই করা হবে। যদি পরীক্ষার পরে জানা যায় যে সেই ওয়াইনে অ্যালকোহল ছিল, তা হলে নাবালকের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাকিটের অধীনে মামলা দায়ের করবে পুলিশ।

এনবি/

Exit mobile version