Site icon Jamuna Television

রাজশাহীতে আপত্তিকর ভিডিও ধারণ করে ছাত্রীকে তিন বছর ধর্ষণ করেছে শিক্ষক!

ছবি: প্রতীকী

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে আপত্তিকর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে তিন বছর ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

শুক্রবার (৩০ জুলাই) রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এই অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী।

তিনি দাবি করেছেন, ২০১৯ সালের ১০ মে রাজশাহীর মোহনপুর উপজেলার বাটুপাড়া কারিগরি ও বাণিজ্যিক ইনস্টিটিউটের ‘ড্রেস মেকিং এন্ড টেইলারিং’ ট্রেডের শিক্ষক মাসুদ হোসেন সরকার তাকে নোট দেয়ার নামে নিজ বাড়িতে ডেকে নেয়। সেদিন তার বাড়িতে কেউ না থাকায় জোর করে ধর্ষণ করে। কৌশলে সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৩ বছর ধরে ব্লাকমেইল করে আসছে ওই শিক্ষক। ভিডিও মুছে ফেলার কথা বলে ঢাকা, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে ডেকে নিয়ে ধর্ষণ করেছে।

ঐ ছাত্রীর দাবি, এ ঘটনায় রাজশাহীর নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেছেন তিনি। এখন তিনি ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

অভিযুক্ত শিক্ষক এবং ঐ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আদালতে মামলার কথা ছাত্রী তাদের জানিয়েছে। কিন্তু তারা কোনো তদন্তের নির্দেশনা পাননি।

জেডআই/

Exit mobile version