Site icon Jamuna Television

ট্রেনের টিকিটের জন্য উপচে পড়া ভিড়

ঈদযাত্রার ১৪ জুনের আগাম টিকিট বিক্রি চলছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। বিক্রি কার্যক্রমে ধীরগতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন টিকিট প্রত্যাশীরা।

সকাল ৮টা থেকে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হয়। লম্বা লাইনে দীর্ঘ সময় টিকিটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। রাত থেকেই টিকিট প্রত্যাশীদের চাপে তিল ধারনের ঠাঁই ছিল না স্টেশনে। সাহরির প্রস্তুতি হিসেবে অনেকে বাসা থেকেই খাবার নিয়েই আসেন। আগামীকাল শেষ হবে রেলে ঈদে বাড়ি যাওয়ার অগ্রিম টিকিট বিক্রি। দেয়া হবে ১৫ জুনের টিকিট।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version