Site icon Jamuna Television

নাজিব রাজাকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোজমাহ মানসূরকে জিজ্ঞাসাবাদ করছে দেশটির দুর্নীতি দমন কমিশন।

মঙ্গলবার সকালেই, প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার দুর্নীতি দমন কমিশনে হাজির হন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা রাষ্ট্রীয় তহবিল লোপাটের অভিযোগের তদন্তের স্বার্থেই, রোজমাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

গেলো মাসে, কুয়ালালামপুরে নাজিবের অ্যাপার্টমেন্ট, বাড়ি ও অফিসে দফায়-দফায় তল্লাশি চালানো হয়। এসময়, দুই কোটি ৮৬ লাখ ডলার পরিমাণ নগদ অর্থ, বিলাসবহুল ৪শ’টি হ্যান্ডব্যাগ, বিপুল সংখ্যক গয়না, ঘড়ি এবং পোশাক উদ্ধারের পরই নাকি গোয়েন্দাদের সন্দেহের তালিকায় পড়েন রোজমাহ।

গত মে মাসের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক পরাজিত হওয়ার পরই তার বিরুদ্ধে অর্থ জালিয়াতির মামলা করা হয়। বিদেশ ভ্রমণের ওপর জারি হয় নিষেধাজ্ঞা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version