Site icon Jamuna Television

ভারতে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু

ভারতে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) কেরালার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন তিনি। জ্বর এবং শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তার শরীরে বাহ্যিক কোনো উপসর্গ ছিলো না।

চিকিৎসকদের ধারণা, মাঙ্কিপক্সে আক্রান্ত ছিলেন নিহত যুবক। বিষয়টি নিশ্চিতে পরীক্ষা নিরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে তার নমুনা। এই ব্যক্তির আক্রান্তের বিষয়টি নিশ্চিত হলে এশিয়ায় এটিই হবে মাঙ্কিপক্সের প্রথম মৃত্যু।

এটিএম/

Exit mobile version