Site icon Jamuna Television

খালি গায়ে সমস্যা দেখেন না পুতিন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবকাশ যাপনের কিছু ছবি ছড়িয়ে পড়ে যেখানে দেখা যাচ্ছে শার্ট না চড়িয়ে খালি গায়েই সাইবেরিয়ায় ঘোরাঘুরি করছেন ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে নানাজন নানা মন্তব্য করলেও পুতিন বিষয়টি খুব স্বাভাবিকভাবে দেখছেন। ছবি ছড়িয়ে পড়া নিয়েও তার কোনো ভ্রুক্ষেপ নেই।

অস্ট্রিয়ান টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, এতে অস্বাভাবিক কিছু দেখছি না। আর এর কোনো গভীর অর্থও নেই।

পুতিন জানান, তিনি ছুটিতে ছিলেন। কাজেই সেখানে শরীর ঢাকার কিছু নেই। অবকাশ যাপন মানে জঙ্গলে-ঝুপড়িতে লুকিয়ে থাকা নয়।

সাইবেরিয়ায় বরফপানিতে ডুব দিচ্ছেন, পাহাড়ি লেকে মাছ শিকার করছেন, ঘোড়ায় চড়ে ভ্রমণ করছেন- এ রকম বেশ কিছু ছবি গণমাধ্যমে প্রকাশ করেছে ক্রেমলিন। যাতে তার শরীরে কোনো শার্ট ছিল না। চিরযুবা রুশ প্রেসিডেন্টের সেই ছবি মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version