Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে জামায়াতের দুই নেতা গ্রেফতার

গ্রেফতারকৃত দুই জামায়াত নেতা।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে জামায়াতের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী।

রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার বাসা থেকে নাছির উদ্দিনকে এবং মজুপুর এলাকার বাসা থাকে মমিন উল্যাহকে আটক করে পুলিশ। তবে কোন মামলায় তাদেরকে আটক করা হয়েছে তা বলেনি পুলিশ।

এনিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, জামায়াতের দুই নেতাকে গ্রেফকার করা হয়েছে। তাদেরকে আদালতে সৌপর্দ করা হবে। কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে তা পরে নিশ্চিত করা হবে।

এসজেড/

Exit mobile version