Site icon Jamuna Television

ঝাড়খণ্ডের তিন বিধায়কের গাড়িতে মিললো বান্ডিল-বান্ডিল টাকা

এবার ভারতের ঝাড়খণ্ডের তিন বিধায়কের গাড়িতে মিললো লক্ষ লক্ষ টাকা। গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিমবঙ্গের হাওড়ায় আটকানো হয় তাদের গাড়ি। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় তিন এমএলএকে।

পুলিশ জানায়, কংগ্রেসের বিধায়ক ইরফান আনসারির গাড়িতে কলকাতা থেকে ঝাড়খণ্ড ফিরছিলেন আরও দুই বিধায়ক নমন ভিক্সেল কোঙ্গারি ও রাজেশ কাশ্যপ। হাওড়া জেলার রানিহাটি মোড়ে গাড়ি থামিয়ে চালানো হয় তল্লাশি। উদ্ধার করা হয় অনেকগুলো রুপির বান্ডেল। ব্যাংক থেকে আনা মেশিনে গণনার পর দেখা যায় সেখানে মোট ৪৮ লাখ টাকা রয়েছে।

বিধায়কদের দাবি, আদিবাসী উৎসবে বিতরণের জন্য শাড়ি কেনার পরিকল্পনা ছিল তাদের। তবে বিপুল সংখ্যক টাকার উৎস সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি তারা।

/এডব্লিউ

Exit mobile version