Site icon Jamuna Television

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় সমস্যায় পড়ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং বিশ্বজুড়ে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাংলাদেশকে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সকল সমস্যা অতিক্রম করেই বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (৩১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রীপরিষদ কক্ষে অনুষ্ঠিত ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের’ গভর্নিং বোর্ডের সভায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে শেখ হাসিনা বলেন, পৃথিবীর অনেক দেশই বয়োবৃ্দ্ধদের দেশে পরিণত হচ্ছে; সেখানে বাংলাদেশে অর্ধেকের বেশি যুব সমাজ। এরা যেন দেশে এবং দেশের বাইরে প্রশিক্ষিত হয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার।

এছাড়া, শুধু রেমিট্যান্সের উপর নির্ভর না করে দেশীয় উৎপাদন বৃদ্ধি করে রফতানি আয় বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: আয় বেড়েছে, ব্যয় কমেছে আওয়ামী লীগের

/এম ই

Exit mobile version