Site icon Jamuna Television

বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত

এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন তিনি যা ১২ জুন থেকে কার্যকর হবে।

সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানবাহিনীর প্রধান পদে মাসিহুজ্জামান তিনি এয়ার চিফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন। আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।

বাংলাদেশ বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের বিমানবাহিনীপ্রধান হিসেবে নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ১২ জুন থেকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে তাকে অবসর দিয়ে সোমবার আলাদা আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে আবু এসরার অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে আদেশে বলা হয়েছে।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version