Site icon Jamuna Television

রাবি শিক্ষার্থী রিক্তার মৃত্যুতে জড়িতদের বিচার চেয়ে রাস্তায় সহপাঠীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী রিক্তা আক্তারের মৃত্যুর বিচার চেয়ে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। রোববার (৩১ জুলাই) বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

মানববন্ধনে বলা হয়, ঘটনার পারিপার্শ্বিকতা, আলামত ও সুরতহাল প্রতিবেদনসহ সব তথ্যই প্রমাণ করে এটি একটি হত্যাকাণ্ড। ঘটনাটি কোনোভাবেই যেন ভিন্নখাতে প্রবাহিত না হয় সেকারণেই প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে নিজ ঘরের জানালার গ্রিলে ফাঁস দেন রিক্তা। সে সময় বিছানাতেই শুয়ে ছিলেন তার স্বামী রাব্বি। এ ঘটনায় রাব্বিকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version