Site icon Jamuna Television

নতুন নৌ তত্ত্বে স্বাক্ষর করে পুতিন বললেন, যুক্তরাষ্ট্রই রাশিয়ার প্রধান হুমকি

ছবি: সংগৃহীত

সম্প্রতি নতুন একটি নৌ তত্ত্বে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যেখানে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া আর্কটিক এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির জন্য বৈশ্বিক সামুদ্রিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি।

সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবসে বক্তৃতা দেয়ার সময় পুতিন রাশিয়াকে একটি বৃহৎ সমুদ্র শক্তি বানানো এবং বিশ্বে রাশিয়ার অবস্থান শক্তিশালী করার জন্য ‘জার পিটার দ্য গ্রেটের’ প্রশংসা করেন।

নৌবাহিনীর বিভিন্ন দিক পর্যবেক্ষণের পর একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন পুতিন। যেখানে তিনি রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে সতর্ক করে বলেছেন, যে কোনো সম্ভাব্য আক্রমণকারীকে পরাস্ত করার জন্য প্রয়োজনীয় সামরিক শক্তি রয়েছে রাশিয়ার।

আরও পড়ুন: দোনেৎস্ক থেকে বেসামরিক লোকদের সরে যেতে বললেন জেলেনস্কি

৫৫ পৃষ্ঠার নুতন এই নৌ তত্ত্বে রুশ নৌবাহিনীর কৌশলগত লক্ষ্যগুলো সম্পর্কে বর্ণনা করা হয়েছে। যেখানে পুরো বিশ্ব জুড়ে রাশিয়ার যে ‘বৃহৎ সামুদ্রিক শক্তি’ হওয়ার লক্ষ্য আছে সেই বিষয়টিও উল্লেখ আছে।

তথ্যসূত্র: আল জাজিরা।

জেডআই/

Exit mobile version