Site icon Jamuna Television

কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগেও স্বাভাবিক হচ্ছে না ডলারের বাজার

কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগের পরও স্বাভাবিক হচ্ছে না ডলার মার্কেট। বিশেষ করে খোলাবাজারে নগদ ডলারের তীব্র সংকট। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা বলছেন, বাড়তি লাভের আশায় ব্যবসায়ীদের বাইরে ব্যক্তি পর্যায়েও অনেকে ডলার মজুদ করছে। এমনকি শেয়ার বিক্রি করেও ডলার কিনছেন অনেকে। তবে ব্যাংকাররা বলছেন, ব্যক্তিগতভাবে ডলার সংরক্ষণ অবৈধ। আর বাংলাদেশ ব্যাংক বলছে, কেউ অবৈধভাবে ডলার মজুদ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডলার সাশ্রয়ে বিলাস পণ্যের এলসি মার্জিন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু খোলাবাজার থেকে ডলার কিনে ঋণপত্র খুলছে অনেকেই। এটি বর্তমান সংকটের বড় একটি কারণ। যদিও তা অস্বীকার করছেন ব্যাংকাররা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলছেন, ডলার লেনদেনের একটি নীতিমালা আছে। বিদেশে যাওয়া আসার ক্ষেত্রে কী পরিমাণ ডলার নিতে পারবে তাও বলা আছে। এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডলারের বাজারে অস্থিরতার কারণ অনুসন্ধানে মানি এক্সচেঞ্জগুলোতে অভিযান শুরু করেছে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থাগুলো। এটি অব্যাহত থাকবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

/এডব্লিউ

Exit mobile version