Site icon Jamuna Television

রাজস্থানে বন্ধুর সাথে কথা বলায় স্ত্রীকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিট

ছবি: সংগৃহীত

বন্ধুর সাথে স্ত্রীকে কথা বলতে দেখে গাছের সাথে বেঁধে স্ত্রীকে মারধর করেছেন স্বামী ও অন্য আত্মীয়রা। নির্যাতনের একটি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের বাঁশওয়ারা জেলায়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, গাছের সাথে বেঁধে স্ত্রীকে নির্দয়ভাবে মারধর করতে এবং ভুক্তভোগী যন্ত্রণায় চিৎকার করছে।

প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ওই নারীকে সাত ঘণ্টা গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল। অন্যদিকে যে ব্যক্তির সাথে তাকে দেখা গিয়েছিল তাকেও অভিযুক্তরা একই রকমভাবে নির্যাতন করেছে।

স্ত্রীকে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ওই নারীর স্বামী ও তার শ্যালকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ জুলাই) নারী নির্যাতনের এই ঘটনাটি আমলে নিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। রাজস্থানের ডিজিপিকে একটি চিঠিতে এনসিডব্লিউ চেয়ারপার্সন রেখা শর্মা অবিলম্বে সকল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

/এনএএস

Exit mobile version