ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে জজ আদালতে পুলিশের জিম্মা থেকে পালিয়ে গেছে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ শেখ (২৬)। মঙ্গলবার (৫জুন) দুপুরে আদালতের শুনানি শেষে ওই আসামি পুলিশের হাতকড়া খুলে পালিয়ে যায়। সে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই মামলার আসামি।
আদালত সূত্রে জানা যায়, মামলার শুনানি শেষ হওয়ার পর জজ আদালত কক্ষে পুলিশের কনস্টেবল রবিউল ইসলামের জিম্মায় অন্য আরও চার আসামির সাথে ফরিদ শেখ ছিল। এ সময় ফরিদ কৌশলে হাতকড়া খুলে এজলাস থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের কোর্ট পরিদর্শক নাজনীন বেগম জানান, এস আই জিল্লুর রহমান ও কনস্টেবল রবিউল ওই আদালতে দায়িত্ব পালন করছিলেন। এস আই জিল্লুর পাশের আদালতে অবস্থানকারী আসামিদের দেখতে গিয়েছিলেন। এ সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় হত্যা মামলার হাজতি আসামি ফরিদ শেখ।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফরিদ শেখ ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর মহল্লার মো. ইসাহাক শেখের ছেলে। ২০১১ সালের ১৫ আগষ্ট রাসেল নামে এক অটোরিক্সা চালককে হত্যা করে রিক্সাটি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হলে ১৭ সেপ্টেম্বর আটকের পর তাকে কারাগারে পাঠায় পুলিশ।

