Site icon Jamuna Television

মহাকাশ থেকে চীনা রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো পৃথিবীতে

ছবি: সংগৃহীত

মহাকাশ থেকে চীনের রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো পৃথিবীতে। এটি ফিলিপাইনের সাগরে পড়েছে। রোববার (৩১ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, লং মার্চ-৫বি রকেটের চূড়ান্ত পর্যায়ের বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলে প্রবেশের পর পুড়ে যায়।

২৪ জুলাই লং-মার্চ ৫বি রকেট উৎক্ষেপণ করেছিল চীন। এতে ছিল একটি ল্যাব মডিউল। এর আগে চীনের পক্ষ থেকে জানানো হয় রকেটির ধ্বংসাবশেষ ভূমিতে পড়ার সম্ভাবনা খুবই কম। এটি কোনো সাগরে আছড়ে পড়তে পারে।

তিয়ানগং নামের স্পেস স্টেশন নির্মাণ শুরু করেছে চীন। এতে পাঠানো হচ্ছে অনেক রকেট। এসব রকেট পৃথিবীতে নিয়ন্ত্রিত অবস্থায় ফিরে আসার সক্ষমতা কম।

/এনএএস

Exit mobile version