Site icon Jamuna Television

কাতার বিশ্বকাপে বিশেষ গান গাইবে বিটিএস!

ছবি: সংগৃহীত

কোরিয়ান মিউজিকের দুনিয়ায় অনন্য বিটিএস। বিশ্ব মিউজিকে এটি গড়েছে ভিন্ন নজির। প্রতিষ্ঠার শুরু থেকেই এটি একের পর এক অ্যালবাম প্রকাশ করে রেকর্ড বই উল্টেপাল্টে দিয়েছে। এবার কাতার বিশ্বকাপের জন্য বিশেষ গান নিয়ে আসার ঘোষণা দিয়েছে তারা।

ফিফা বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষক হুন্দাই। জানা গেছে, হুন্দাইয়ের গ্লোবাল ক্যাম্পেইনের অংশ হিসেবে ২০২২ ফুটবল বিশ্বকাপের জন্য গান তৈরি করা হবে।

‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামের এই ক্যাম্পেইনে বিটিএস ছাড়াও যুক্ত থাকবেন ইংলিশ ফুটবল কিংবদন্তি এবং বর্তমান অ্যাস্টন ভিলা কোচ স্টিভেন জেরার্ড, কোরীয় ফুটবলার পার্ক জি সুং, ইউনেস্কোর শুভেচ্ছাদূত নাদিয়া নাদিম, ফ্যাশন ডিজাইনার জেরেমি স্কট, বিখ্যাত ভাস্কর লরেঞ্জো কুইনসহ আরও অনেকে।

সূত্র: পিপা নিউজ।

আরও পড়ুন: ‘হাওয়া’র গল্প নকল! অভিযোগ উড়িয়ে দিলেন নির্মাতা

জেডআই/

Exit mobile version