Site icon Jamuna Television

পাকিস্তানে মহিষের থেকে কম দামে পাওয়া যাচ্ছে সিংহ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে মহিষের থেকে সস্তায় মিলছে সিংহ। পাকিস্তানে মহিষের দাম শুরু হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা থেকে। যা ক্ষেত্রবিশেষে ১০ লাখ টাকাতেও ঠেকছে। অথচ, সিংহের মালিকানা পাওয়া যাচ্ছে দেড় লক্ষ টাকায়।

টাইমস নাও নিউজের প্রতিবেদনে বলা হয়, লাহোরের ‘সাফারি জু’ তাদের কাছে থাকা অন্তত ১২টি আফ্রিকান সিংহ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন ধরেই তহবিলে টান পড়েছে চিড়িয়াখানাটির। সেই অভাব মেটাতে ১২টি আফ্রিকান সিংহের এক একটিকে দেড় লক্ষ টাকা করে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

লাহোরের ওই চিড়িয়াখানাটি ১৪২ একর এলাকা জুড়ে বিস্তৃত। সেখানে ৪০টিরও বেশি এই আফ্রিকান সিংহ রয়েছে। এতগুলি সিংহের দেখভাল করা এবং তাদের খরচ সামলে উঠতে পারছেন না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তার জন্যই বিক্রি করার সিদ্ধান্ত।

বস্তুত গোটা পাকিস্তানই এই মুহূর্তে কিছুটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলেছে। মাত্রাছাড়া দাম বেড়েছে জ্বালানির। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও।

/এনএএস

Exit mobile version