মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাতক্ষীরার হামিদ খান গ্রেফতার

|

সাতক্ষীরা প্রতিনিধি:

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আব্দুল হামিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল হামিদ খান (৭৯) কালিগঞ্জের নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মৃত. নেছার উদ্দিন খানের ছেলে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান জানান, সন্ধ্যা ৭ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক সৈয়দ আজিমুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা আসামি আব্দুল হামিদের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আসামিকে ট্রাইব্যুনাল আদালতে পৌঁছে দেওয়া হবে, প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: নদীতে প‌ড়া শিশুকে উদ্ধার না ক‌রেই ঢাকায় চলে আসলো লঞ্চ

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply