Site icon Jamuna Television

জিম্বাবুয়ে সিরিজে আর খেলতে পারবেন না সোহান

ছবি: সংগৃহীত

আঙ্গুলের চোটের কারণে চলমান জিম্বাবুয়ে সফরে আর খেলতে পারবেন না বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।

রোববার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে মাঠে ফিরতে ৩ সপ্তাহ সময় লাগবে সোহানের। তাই তৃতীয় টি-টোয়েন্টিতে ভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ফিল্ডিং করে বাংলাদেশ। সে সময়ই একাদশে ফেরা পেসার হাসান মাহমুদের একটি বল তালুবন্দি করতে গিয়ে বা হাতের আঙ্গুলে চোট পান তিনি।

চলতি জিম্বাবুয়ে সফরে এরইমধ্যে সোহানের নেতৃত্বে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনে টাইগাররা। প্রথম ম্যাচে বাংলাদেশ হারলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন অধিনায়ক সোহান। ম্যাচ জেতাতে না পারলেও খেলেছেন ২৬ বলে ৪২ রানের লড়াকু ইনিংস। তবে দ্বিতীয় ম্যাচে মোসাদ্দেক হোসেনের বিধ্বংসী বোলিংয়ের পর লিটন দাসের দারুণ ব্যাটিংয়ে মাঠেই নামতে হয়নি অধিনায়ক সোহানকে।

আরও পড়ুন: বলে-ব্যাটে উজ্জ্বল মোসাদ্দেক ও লিটন, সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

জেডআই/

Exit mobile version