Site icon Jamuna Television

পোষা বিড়ালকে পেটানোয় স্বামীকে গুলি করে হত্যা

নিজের পোষা বিড়ালকে পিটুনি দেয়ায় স্বামীকে গুলি করে হত্যা করেছেন এক গৃহবধূ। যুক্তরাষ্ট্রের ডালাস শহরে স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্বামী ডেক্সটার হ্যারিসনকে (৪৯) হত্যার অভিযোগে স্ত্রী মেরি হ্যারিসনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। তাকে ডালাস কাউন্টি জেলে রাখা হয়েছে।

জানা গেছে, দুই নাবালক ছেলে ও স্বামীর সঙ্গে ডালাসে বসবাস করতেন মেরি।

সম্প্রতি তার পোষা বিড়ালটি নিখোঁজ হয়ে যায়। তার খোঁজে সামাজিকমাধ্যমে বেশ কয়েকবার পোস্ট করেন মেরি। এর পর দুদিন আগে বিড়ালটি বাড়ি ফিরে।

শনিবার বিড়ালটিকে মারধর করেন স্বামী হ্যারিসন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার কাটাকাটি হয়। ঝগড়ার মাত্রা বাড়তে থাকলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্ত্রী মেরি স্বামীকে গুলি করে বসেন।

এর পর গুলিবিদ্ধ অবস্থায় হ্যারিসনকে স্থানীয় প্রেসবিটেরিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version