Site icon Jamuna Television

রাজধানীর দক্ষিণখানে পাঁচ বছর ধরে চলছে গ্যাস সঙ্কট, ক্ষোভ এলাকাবাসীর

ছবি: সংগৃহীত।

রান্নার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয় রাজধানীর দক্ষিণখানবাসীদের। এই এলাকায় তীব্র গ্যাস সঙ্কট গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। স্বচ্ছলরা বাড়তি খরচ করে সিলিন্ডার কিনে সঙ্কট কাটালেও দুর্ভোগ কাটছে না নিম্নবিত্তদের।

প্রতিদিন ভোর থেকে দুপুর আর বিকাল থেকে রাত পর্যন্ত গ্যাস থাকে না এই এলাকায়। তাই বেশিরভাগ রান্না ঘরেই সিলিন্ডার আনা হয়েছে। প্রতি মাসে যার খরচ যোগ হয় গ্যাস বিলের সাথে। তাই বাড়তি এই ব্যয়ের দায় কার প্রশ্ন রাজধানীবাসীর? তারা বলছেন, সিলিন্ডারের গ্যাসই যদি চালাতে হয়, তাহলে লাইনের বিল কেনো দেবো?

রাজধানীর দক্ষিণখান এলাকায় কয়েক লাখ মানুষের বাস। বেশিরভাগ বাড়িতেই গ্যাস সঙ্কট। দ্রুত গ্যাস সমস্যা নিরসনের দাবি এলাকাবাসীর।

এসজেড/

Exit mobile version