Site icon Jamuna Television

‘রাজধানীর মাদকের সব আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে’

রাজধানীর মাদকের সব আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে দাবি করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে, সকল মাদক ব্যবসায়ীদের ধরে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। মাদক ব্যবসা করে বা এই ধরনের কার্যক্রমকে সমর্থন করে কেউ পার পাবে না বলেও জানান ডিএমপি কমিশনার।

Exit mobile version