Site icon Jamuna Television

ইরানে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৬৯, নিখোঁজ ৪৫

ছবি: সংগৃহীত

ইরানে প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৯ জনে। এখনও দেশটিতে নিখোঁজ
রয়েছেন কমপক্ষে ৪৫ জন। রোববার (৩১ জুলাই) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এসব তথ্য। খবর সিএনএনের।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র নেহাদ জাহানি জানান, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টিই বর্তমানে বন্যাদুর্গত। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ২০ হাজার ঘরবাড়ি ও স্থাপনা। এর মধ্যে মাশদাদ এলাকার একটি মাজারে ভূমিধসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে প্রার্থনারত ছয় ইরাকি পূণ্যার্থী মারা গেছেন বন্যার পানিতে ডুবে। চলমান বন্যায় ২০০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে এমন দাবি, দেশটির কৃষিমন্ত্রীর।

এদিকে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি দেশটির মন্ত্রী ও গভর্নরদের বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এটিএম/

Exit mobile version