Site icon Jamuna Television

ইউক্রেন থেকে শস্য রফতানি হতে পারে আজ

ছবি: সংগৃহীত।

ইউক্রেন থেকে সোমবার (১ আগস্ট) শস্য রফতানি হতে পারে। এ লক্ষ্যে বন্দরগুলোতে প্রস্তুত আছে ১৬টি পণ্যবাহী জাহাজ। রোববার (৩১ জুলাই) তথ্যটি নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্সিয়াল মুখমাত্র ইব্রাহিম কালিন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে জানানো হয়, ২৫ মিলিয়ন টন খাদ্যশস্য প্রথমেই পাঠানো হবে দুর্ভিক্ষপীড়িত আফ্রিকার দেশগুলোতে। পরে বিশ্বের অন্যান্য দেশে রফতানি করা হবে। শস্য পরিবহনের বিষয়টি কঠোর নজরদারিতে রেখেছে জাতিসংঘ ও তুরস্ক। কৃষ্ণ সাগরের কোন পথে জাহাজগুলো বের হবে সেটিও পূর্ব নির্ধারিত। তাই, সেসব স্থানে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে

তবে শঙ্কার বিষয় হলো, ওডেসা বন্দরের চারপাশে গত কয়েকদিনে হামলা বেড়েছে। তাই সঠিক সময়ে পণ্য রফতানি করা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

গত ২২ জুলাই তুরস্কের মধ্যস্থতায় সমঝোতা চুক্তিতে সই করে রাশিয়া ও ইউক্রেন। ঐতিহাসিক এ উদ্যোগের নেতৃত্ব দেয় জাতিসংঘ।

এসজেড/

Exit mobile version