Site icon Jamuna Television

৩ গোলের হার দিয়ে শেষ কমিউনিটি শিল্ড জেতা লিভারপুলের প্রস্তুতি

ছবি: সংগৃহীত

একদিন আগেই কমিউনিটি শিল্ড জেতা লিভারপুল হার দিয়ে শেষ করলো নিজেদের প্রাক মৌসুম প্রস্তুতি। স্ট্রাসবুর্গের কাছে ০-৩ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

একদিন আগেই কমিউনিটি শিল্ড জেতা লিভারপুল এদিন নিজেদের মাঠে নামায় একে বারে নতুন এক ঝাঁক ফুটবলার। ছিলেন না অল রেডদের নিয়মিত একাদশের কোনো খেলোয়াড়। অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে কেবল ছিলেন জেমস মিলনার।

ইয়ুর্গেন ক্লপ। ছবি: সংগৃহীত

স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের ৪র্থ মিনিটেই গোল হজম করায় অনুমান করা যাচ্ছিল কী হতে যাচ্ছে ম্যাচের ভাগ্য। এরপর ১৪ ও ২১ মিনিটে আরও দুই গোল হজম করলে ৩-০’তে পিছিয়ে পড়ে অলরেডরা। প্রথম ও তৃতীয় গোল করেন আদ্রিয়েন থমাসন। আর মাঝে স্কোরশিটে নাম তোলেন হাবিব দিয়ালো। পরে অবশ্য নিজেদের গুছিয়ে নেয় ক্লপ শিষ্যরা। তাতে গোলের দেখা না পেলেও আর কোনো গোল হজ করতে হয়নি লিভারপুলকে। ঐ ৩-০’র হার নিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি পর্ব শেষ করতে হয় লিভারপুলকে।

আরও পড়ুন: হাফ টাইমে তুলে নেয়ায় স্টেডিয়াম ছাড়লেন রোনালদো, ম্যানইউর ড্র

/এম ই

Exit mobile version