Site icon Jamuna Television

পুলিশ ও অস্ত্র দিয়ে আন্দোলন দমন করতে চায় সরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে সরকার প্রমাণ করেছে পুলিশ ও অস্ত্র দিয়ে আন্দোলন দমন করতে চায় তারা; এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভোলায় নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমের গায়েবানা জানাজা কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। বলেন, আন্দোলনে গুলি ছুড়ে গণতন্ত্রের আন্দোলন দমন করা যাবে না।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহসচিব বলেন, শোককে শক্তিতে রুপান্তরিত করে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে। বিএনপি ভীত নয়, এই আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম।

/এমএন

Exit mobile version