Site icon Jamuna Television

রাতে মুখোমুখি আফগানিস্তান-বাংলাদেশ

সিরিজ জয় আর সমতায় ফেরা এই ভিন্ন দুই সমীকরণে আজ মুখোমুখি হবে আফগানিস্তান আর বাংলাদেশ। দেহরাদুনের রাজীব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। সিরিজে ফিরতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই উন্নতির তাগিদ দিয়েছেন অধিনায়ক সাকিব আল-হাসান।

গত ম্যাচে আবুল হাসান রাজু, আবু জায়েদ রাহীদের বাজে বোলিংয়ের সুযোগ নেন সামিউল্লাহ শেনওয়ারি-শফিকুল্লাহ’রা। ব্যাট হাতেও ব্যর্থ ছিলেন তামিম ইকবাল-সাব্বির রহমানরা। ৪৫ রানের একপেশে জয় পায় র‍্যাঙ্কিংয়ের ৮’এ থাকা আফগানিস্তান। সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ এই ম্যাচ ঘিরে তাই দারুণ সিরিয়াস। একাদশে ২ পরিবর্তন আসছে তা এক রকম নিশ্চিত। দলে ফিরতে পারেন সৌম্য সরকার আর মেহেদি হাসান মিরাজ। সেক্ষেত্রে বাদ পড়বেন আবুল হাসান রাজু আর মোসাদ্দেক হোসেন সৈকত। নির্ভার আফগানিস্তান অবশ্য একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে।

Exit mobile version