Site icon Jamuna Television

অগ্নিকাণ্ডের সপ্তাহখানেক পর ধসে পড়লো বৈরুতের শস্যভাণ্ডার (ভিডিও)

ছবি: সংগৃহীত

প্রায় এক সপ্তাহ ধরে চলা অগ্নিকাণ্ডের পর ধসে পড়েছে বৈরুত বন্দরের কাছে অবস্থিত একটি শস্যভাণ্ডার। প্রায় ১৬০ ফুট উচু শস্যভাণ্ডারটিতে গেল সপ্তাহে আগুন ধরে যায়। খবর রয়টার্স ও আল জাজিরার।

রোববার (৩১ জুলাই), বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের দুই বছর পূর্তির ঠিক আগে ঘটে শস্যভাণ্ডারটির অংশবিশেষের ধসে পড়ার ঘটনা। ধুলোর মেঘ ছেয়ে যায় বৈরুতের আকাশ। শহরবাসীর মনে পড়ে যায় বছর দুয়েক আগে বিস্ফোরণের ভয়াবহ স্মৃতি, যাতে প্রাণ হারায় অন্তত ২১৫ জন মানুষ।

কর্তৃপক্ষ জানায়, প্রচণ্ড গরম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বহু চেষ্টার পরও পুরোপুরি আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। অবশেষে রোববার ধসে পড়ে ৫০ বছর পুরনো স্থাপনাটি। এরপরই ধুলো আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুই বছর আগে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয় এই স্থাপনাটি।

আরও পড়ুন: গাড়ি না পেয়ে মায়ের মরদেহ বাইকে করে বাড়ি নিলেন মধ্যপ্রদেশের যুবক

/এম ই

Exit mobile version