Site icon Jamuna Television

কাল থেকে শুরু টিসিবির পণ্য বিক্রি

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশে আগামীকাল থেকে এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। ঢাকা মহানগরসহ সারা দেশে চলবে এ কার্যক্রম।

নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবার ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ কিনতে পারবে। এ দফায় নিম্ন আয়ের কার্ডধারী ভোক্তা পরিবার সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে।

টিসিবি আগের মতো ট্রাকে করে পণ্য বিক্রি করছে না এবার। শুধু পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশকের দোকানে বা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করা হচ্ছে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন পুরোপুরি অ্যাপসের আওতায় কার্যক্রম আসলেও দক্ষিণ সিটি করপোরেশন চলছে খাতা কলমের নিয়মে।

/এমএন

Exit mobile version