Site icon Jamuna Television

মার্কিন স্পিকার তাইওয়ানে গেলে চীনের সামরিক বাহিনী চুপ করে বসে থাকবে না: বেইজিং

ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গেলে চীনের সামরিক বাহিনী চুপ করে বসে থাকবে না। এমন হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোমবার (১ আগস্ট) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ হুঁশিয়ারি দেন।

ঝাও লিজিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের হাউজের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গেলে তা হবে চীনের অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি নাক গলানো। যা বেইজিংয়ের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি অসম্মান। এ ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। আরেকবার যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিতে চাই, চীনের সামরিক বাহিনী সদা প্রস্তুত আছে।

ইউএইচ/

Exit mobile version