Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা, নতুন মুখ মারক্রম

প্রায় নয় বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্ট ম্যাচ খেলবে। আর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

ক্রিকেট সাউথ আফ্রিকার ১৩ সদস্যের ঘোষিত এই প্রথমবারের মত ডাক পেয়েছেন ওপেনিং ব্যাটসম্যান এইডেন মারক্রম।

এদিকে ইনজুরির কারণে ভারনন ফিল্যান্ডার, ক্রিস মরিস ও ডেল স্টেইন বাদ পড়েছেন। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট।

দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মর্নে মরকেল, দুয়ানে ওলিভার, ওয়েন পারনেল, আনদিলে ফেলুকায়ু ও কাগিসো রাবাদা।

/কিউএস

Exit mobile version