Site icon Jamuna Television

চাকরি হারিয়ে রাগে বসের বাড়ি গুঁড়িয়ে দিলেন এক কানাডিয়ান

ছবি: সংগৃহীত

চাকরিচ্যুত হয়ে রাগে বসের বিলাসবহুল বাড়ি গুঁড়িয়ে দিয়েছেন কানাডার এক ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার ওই কাণ্ডের ভিডিও। সম্প্রতি ক্যালগারি শহরে ঘটা ওই ঘটনার ভিডিও ধারণ করেন এক প্রত্যক্ষদর্শী। এতে দেখা যায়, এক্সক্যাভেটর (খননযন্ত্র) দিয়ে লেকপাড়ের একটি বাড়ি ভেঙে দিচ্ছেন এক ব্যক্তি।

২৮ জুলাই টুইটারে ভিডিওটি শেয়ার করা হয়েছে। পোস্টদাতা এর ক্যাপশনে লিখেছেন, আমাদের লেকহাউজের কাছে চাকরিচ্যুত ক্ষুব্ধ এক কর্মচারী এক্সক্যাভেটর দিয়ে পুরো বাড়িটি ধ্বংস করে দিয়েছে।

ভিডিওটি শেয়ার করার পর ভাইরাল হয়ে যায়। এ পর্যন্ত সেটি ২ লাখ ৭২ হাজারবারের বেশি দেখা হয়েছে।

এতে একজন মন্তব্য করেছেন, সত্যি বলতে, আমরা মানসিক স্বাস্থ্যের সংকট নিয়ে যথেষ্ট কথা বলছি না। এটি কোনো স্বাভাবিক আচরণ নয়।

/এনএএস

Exit mobile version