Site icon Jamuna Television

জয়পুরহাটে স্কুলছাত্রীদের যৌন হয়রানি, অফিস সহকারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্রী ভারাহুত উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ও ইভটিজিংয়ের অভিযোগে স্কুলটির অফিস সহকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ছাত্রী ও অভিভাবকরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ পেয়ে সোমবার (১ আগস্ট) বিকেলে বিদ্যালয় থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত অফিস সহকারী জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, বিদ্যালয়ের অফিস সহকারী জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণির একাধিক ছাত্রীকে কৌশলে যৌন হয়রানি করে আসছিলেন। বিষয়টি জানার পর অভিভাবকেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি ও প্রশাসনের কাছে অভিযোগ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার বানু ও ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদুল হক জানান, বিষয়টি তারা জানতেন না। একজন অভিভাবক বিষয়টি তাদের জানিয়েছেন। তারাও এ ঘটনার সুষ্ঠ বিচার চান।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়ে বিদ্যালয়ে গিয়ে আভিভাবকদের সঙ্গে কথা বলেছে পুলিশ। অভিযোগের সত্যতা মেলায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত অফিস সহকারীকে আটক করার কথাও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

/এডব্লিউ

Exit mobile version