Site icon Jamuna Television

বহুকাঙ্ক্ষিত বৃষ্টিতে রংপুরে ফিরেছে চিরচেনা সেই রূপ

স্বস্তির বৃষ্টিতে বদলে গেছে উত্তরের জেলা রংপুরের দৃশ্যপট। কয়েকদিন আগেও যেখানে তীব্র দাবদাহে মাঠ ফেটে চৌচির ছিল, সেখানে এখন বিভিন্ন স্থানে জমা বৃষ্টির পানিতে জলকেলিতে মেতে উঠছে শিশু-কিশোররা।

দীর্ঘ দাবদাহের পর মুষলধারে বৃষ্টি হয়েছে রংপুরে। এতে প্রকৃতি শীতল হওয়ার পাশাপাশি পানিতে ভরে গেছে মাঠ-খাল-বিল। আনন্দে মাতামাতি শিশু-কিশোরদের। গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছে জনজীবনে। গ্রামীণ জীবনে সজীবতা ফিরেছে, গ্রামাঞ্চল পেয়েছে চিরচেনা সেই রূপ।

শিশু-কিশোরদের প্রকৃতির সাথে বেড়ে উঠার এই বন্ধনকে সঠিক বিকাশ বলছেন বিশিষ্টজনরা। তবে শহরে জীবনে তা নেই। তাই প্রকৃতির গায়ে বৃষ্টির এই শীতল স্পর্শ উপভোগ করতে পারে না শহুরে শিশু-কিশোররা।

এসজেড/

Exit mobile version