Site icon Jamuna Television

ফের তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটে পানিবন্দি ১০ হাজার পরিবার

ভারী বর্ষণ ও উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তার পানি। এতে লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার পানি বাড়ায় ব্যারাজের ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১০ হাজার পরিবার। তলিয়ে গেছে রোপা আমন ক্ষেত, বীজতলাসহ নানা ফসলি জমি। পানির চাপ সামলাতে ব্যারাজের সবকটি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এসজেড/

Exit mobile version