Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে পাঁচ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্ত পাঁচ হাজার দুশোর কাছাকাছি মানুষ। সোমবার (১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করলো মার্কিন রোগ নিয়ন্ত্রক সংস্থা, সিডিসি।

বিবৃতিতে জানানো হয়, নিউইয়র্কে সর্বোচ্চ ১৩শ ৪৫ জনের শরীরে মিলেছে ভাইরাসটি। এরপরই রয়েছে ক্যালিফোর্নিয়া, রাজ্যটিতে ৭৯৯ জনের দেহে শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স।

এছাড়া ইলিনয়ে ৪১৯ জন আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে। সিডিসি জানিয়েছে, মন্টানা-ভারমন্ট ও ওমিং ছাড়া প্রত্যেক রাজ্যে মিলেছে মাঙ্কিপক্সের রোগী।

মে মাসের শেষ নাগাদ দেশটিতে প্রথমবার শনাক্ত হয় ভাইরাসটি। কিন্তু নমুনা পরীক্ষায় উদাসীনতার কারণে দ্রুতহারে ঘটছে বিস্তার।

গেলো মাসেই জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে ডব্লিউএফপি। বিশ্বের ৭৫টি দেশে ১৬ হাজারের বেশি মানুষ বর্তমানে মাঙ্কিপক্সে আক্রান্ত।

/এডব্লিউ

Exit mobile version